এ্যাম্বুলেন্স ও মোটর গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মামাতভাই ফুফাতো ভাই দুজনের মৃত্যু। ফটিকছড়ি প্রতিনিধি

মোঃ আলাউদ্দীন-চট্রগ্রামঃ মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮ টার দিকে চট্রগ্রামে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাটহাজারী- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নুরআলী মিয়ারহাট বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোঃ আনিসুর রহমান বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল আরোহী নিহত মিরাজ ও ফারুক ওই দু'জন নুরআলী মিয়ারহাট বাজার পাড় হতেই ফটিকছড়ি মুখী উত্তর পাশে অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
নিহতের আত্মীয় ইদ্রিস মিয়া জানান, ফুফাতো বোনের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। এতে মিরাজ ও ফারুক গুরুতর আহত হলে নাজিরহাট হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আরেফিন আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় মিরাজ ও ফারুক নামে দুই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাজিরহাট হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিদর্শন এসে উন্নয়নের প্রতিশ্রুতি আশ্বাস

পাবনা আটঘরিয়া মতিঝিল উচ্চ বিদ্যালয়ের রাস্তার উদ্বোধন

চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল