চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর)ঃ আসনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন চাটমোহর উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।
শুক্রবার (২১-নভেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট এলাকায় এসে শেষ হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ ইসলাম হীরার নেতৃত্বে মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলে চাটমোহর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের একাংশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments
Post a Comment