চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর)ঃ আসনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন চাটমোহর উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার (২১-নভেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট এলাকায় এসে শেষ হয়। উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ ইসলাম হীরার নেতৃত্বে মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে চাটমোহর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের একাংশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিদর্শন এসে উন্নয়নের প্রতিশ্রুতি আশ্বাস

পাবনা আটঘরিয়া মতিঝিল উচ্চ বিদ্যালয়ের রাস্তার উদ্বোধন