চট্রগ্রামের ফটিকছড়িতে এক রাতের অভিযানে ফসলি জমির মাটি কাটায় ৯ ড্রাম ট্রাক জব্দ

তালহা চৌধুরী রুদ্র-নিজস্ব প্রতিনিধিঃ ফটিকছড়ি উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমি- টিলা থেকে মাটি কেটে ইট ভাটায় সরবরাহের সময় ৯ টি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার(২৮মার্চ) গভীর রাতে উপজেলার সুয়াবিল ইনিয়নের হাজিরখিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, কৃষি জমি, পুকুর, টিলা থেকে মাটি কেটে নিয়ে ইট ভাটায় সরবরাহের সময় এলাকাবাসীর সহযোগিতায় ৯ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও মাটি ব্যবসায়ী চক্র পালিয়ে যায়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন,স্থানীয় জনপ্রতিনিধি,ভুজপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিদর্শন এসে উন্নয়নের প্রতিশ্রুতি আশ্বাস

পাবনা আটঘরিয়া মতিঝিল উচ্চ বিদ্যালয়ের রাস্তার উদ্বোধন

চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল