জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধিঃ জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১০টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পূর্বে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার আহ্বায়ক আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক এম.এ. আজিম, আবুল বাশার, সদস্য আব্দুল্লাহ আল মাসুদ প্রমূখ।
এসময় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার সদস্য আমিনুর রহমান মানিক, আব্দুল্লাহ শেখ, শেখ জনি, পাবনা জেলা হকার্স ইউনিয়নের সভাপতি মো. আমিরুল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নাসিম, নেসকো বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আইয়ুব মল্লিক, মো. মোস্তাক মানিকসহ জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ৬ মার্চ পূর্বের কমিটি বিলুপ্ত করে মো. আলমগীর হোসেন আলমকে আহ্বায়ক ও মঞ্জুরুল হককে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক হারিক হোসেন, আবুল বাশার, এম.এ. আজিম, সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, আমিনুর রহমান মানিক, আব্দুল্লাহ শেখ, কামাল হোসেন, সেলিম হোসেন, আশরাফুল আলম সুমন, সোহরাব হোসেন, মাহবুব নবী, লুৎফুল বারী, মনিরুল ইসলাম, সাদেকুল ইসলাম হিরো, হান্নান মুন্সি, বিপ্লব চৌধুরী, মতিউর রহমান কিসলু, শিমুল হোসেন, শেখ জনি, শেখ রনি, বুলবুল ফকির, একরাম হোসেন, আকরাম হোসেন, আলতাব হোসেন, মোহাম্মদ আলী, আ. আলিম, আ. রাজ্জাক, আব্দুল আউয়াল, নুরুল আলম শাহীন. রাণী খাতুন, জয়নাল আবেদীন, নূর মোহাম্মদ নাসিম, মো. হ্যামলেট, বকুল হোসেন, রাজু রানা, মো. জয়নাল, আমানুজ্জামান লিটন, পান্না, জিয়াউল হক।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিদর্শন এসে উন্নয়নের প্রতিশ্রুতি আশ্বাস

পাবনা আটঘরিয়া মতিঝিল উচ্চ বিদ্যালয়ের রাস্তার উদ্বোধন

চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল