নবজাগরন যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন
আব্দুল্লাহ আল মোমিন-পাবনাঃ নবজাগরণ যুব ফাউন্ডেশন পাবনার একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে প্রকাশ পেয়েছে।বিগত এক বছর পূর্বে ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে এর পদচারণা শুরু হয়। তারই ধারাবাহিকতা ধরে রাখতে নব জাগরণ যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় একশত মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করে সংঘটনটি। এছারাও সকল সময়ে সেবামূলক কাজে সংগঠনের প্রতিটি সদস্য নিজেদের আত্ন নিয়োগ করেন বলে জানান সংঘটনের স্বাধারন সম্পাদক মাসুদ রানা। ইফতার ও ঈদ সামগ্রী বিতরন অনুস্ঠানে উপস্তিত ছিলেন নবজাগরনের উপদেষ্টা আলহাজ আবু জাফর, আলহাজ রফিজ উদ্দিন, আলহাজ করিম আলহাজ শামসুর রহমান শাহিন, আলহাজ রফিকুল ইসলাম ।জাগরনের সভাপতি সভাপতি-মোঃমিলন হোসেন,সিনিঃসহ-সভাপতি মোঃমিজানুর রহমান শেখ,সহ-সভাপতি মোঃলিটন হোসেন,সহ-সভাপতি মোঃলোটাস হোসেন,সাধারণ সম্পাদক মোঃশেখ মাসুদ রানা,যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃজহুরুল ইসলাম আসিফ,সাংগঠনিক সম্পাদক মোঃরাকিবুল ইসলাম রকি,সহ-সাংগঠনিক সম্পাদক রুবাইত ইসলাম,প্রচার সম্পাদক মোঃসাদ্দাম হোসেন,উপ-প্রচার সম্পাদক মোঃরাজিব হোসেন,দপ্তর সম্পাদক মোঃসাইদুর রহমান খাঁন,উপ-দপ্তর সম্পাদক মোঃঅনিক শেখ,কোষাধ্যক্ষ মোঃওমর ফারু...