নব জাগরণ যুব ফাউন্ডেশন এর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রোকন বিশ্বাস-বিশেষ প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য প্রতিটি সেবামূলক উন্নয়ন কর্মকান্ডে যুব সমাজের এগিয়ে আশা সমাজের বড় পাওয়া।প্রতিটি মানুষই সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের মানুষের জন্য এগিয়ে আশা প্রয়োজন।তাহলে সমাজের গরীব দুঃখী মানুষও যুব সমাজের দিকে তাকিয়ে আছে,এমন দায়িত্ব পালন করছে নব জাগরণ যুব ফাউন্ডেশন।
সঠিকভাবে দিক নির্দেশনা অনুযায়ী আজ এই ১ম পাবনা জেলার সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর মহল্লার ১৭ জন বিশিষ্ট নব জাগরণ যুব ফাউন্ডেশনের সদস্যরা একতাবদ্ধ হয়ে সমাজের উন্নয়ন উন্নতির ধারা অব্যাহত রেখেই এমন চিন্তা চেতনা নিয়ে সংগঠনের যাত্রা শুরু হয় ৭ ফেব্রুয়ারী ২০২৩ ইং এক বছর পূর্তি উপলক্ষ্যে তাফসিরুল কোরআনের মধ্য দিয়ে যাত্রাপথে পাড়ি জমায়।দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে সামাজিক কর্মকান্ডের মধ্যে দিয়ে ১৭ সংখ্যা বিশিষ্ট -আহব্বায়ক কমিটির দিক নির্দেশনা অনুযায়ী এক বছর পূর্তি উপলক্ষ্যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে নব জাগরণ যুব ফাউন্ডেশনের সকল সদস্যরা।সভাপতি,দক্ষিণ রাঘবপুর জামে মসজিদ কমিটি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,পাবনা-আলহাজ্ব আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কুরআনের আলোচনা শুরু হয়।এ সময়ে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ পাবনা জেলা শাখার-সাধারণ সম্পাদক ও বার বার নির্বাচিত পাবনা সদর উপজেলার ০৫ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।আরো উপস্থিত ছিলেন,নব জাগরণ ফাউন্ডেশনের যুব সমাজের ১৭ সদস্য কমিটির সদস্য সচিব শেখ মাসুদ রানা,আহব্বায়ক-মিলন হোসেন,যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান শেখ,যুগ্ন-আহব্বায়ক আবুল কালাম,যুগ্ন-আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা,সদস্য-আলামিন শেখ,সবুজ শেখ,রাকিবুল ইসলাম রকি,সোহাগ,লিটন,জহুরুল ইসলাম আসিফ,মামুন,মোস্তফা হাবিব,লোটাস হোসেন,আতিয়ার হোসেন,রিপন খাঁ,দেলোয়ার হোসেনসহ এলাকার প্রধানবর্গগন। প্রধান বক্তাঃবিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন,নন্দিত আলোচক বিশিষ্ট কলামিস্ট ও গবেষক,বহু গ্রন্থ প্রণেতা খতিব,ঢাকার প্রথম মসজিদ ঐতিহাসিক বিনত বিবি সেন্ট্রাল জামে মসজিদ,নারিন্দা,ঢাকা ও মহা পরিচালক আল-আযহার ইসলামিক রিচার্স ইন্সটিটিউট মাওঃমুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদি।
দ্বিতীয় বক্তাঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাচ্ছিরে কুরআন তরুন বক্তা,প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত আছিয়া (রাঃ) মহিলা মাদরাসা-পাবনা হাফেজ মাওঃমোঃজাকারিয়া বিন ক্বারী তাজুল ইসলাম।সদস্য সচিব জানান,আমাদের সংগঠন একটি সেবামূলক,সামাজিক এবং অরাজনৈতিক ও গঠনমূলক সংগঠন।এই সংগঠন লাভজনক সংগঠন নয়,মানবতার সেবায় এগিয়ে নব জাগরণ যুব ফাউন্ডেশন।আমরা মানুষকে সাহায্য না করে কর্মের সহযোগিতা করছি,কারণ সাহায্য করলে দুই চার দিন পর আবারো সাহায্য করতে হবে এতে কোন প্রকার উপকার হবে না। তাই আমাদের সংগঠনের সকল সদস্য মিলে কর্মের সহযোগিতা করার সিদ্ধান্ত নেই।একজনকে কর্মের ব্যবস্থা করে দিলে তার কখনোই সাহায্যর প্রয়োজন হবে।এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য ইতি পূর্বে কর্মের সহযোগিতা করেছি।শীতের সময় গরীব দুঃখী মানুষের মাঝে শীতার্থ কম্বলও বিতরণ করেছি।আমাদের সংগঠন থেকে রক্তদানের ব্যবস্থা আছে।যদি কখনো কারো রক্তের প্রয়োজন হয় আমাদের একটু জানালেই ছুটে গিয়ে রক্ত দেওয়ার ব্যবস্থা করি।আমরা সব সময়ই চাই মানুষ হিসাবে মানুষের পাশে থাকার।তাই আমরা সবাই একতাবদ্ধ হয়ে একটি সেবামূলক,সামাজিক সংগঠন গড়ে তুলেছি।এটা পাবনা সদর উপজেলা কেন্দ্রিকই নয় শুধু ক্রমান্বয়ে জেলা পর্যায় ও সারা বাংলাদেশ ব্যাপী আমরা কাজ করবো এমন ঘোষণা করেন সংগঠনের কর্তৃপক্ষ।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিদর্শন এসে উন্নয়নের প্রতিশ্রুতি আশ্বাস

পাবনা আটঘরিয়া মতিঝিল উচ্চ বিদ্যালয়ের রাস্তার উদ্বোধন

চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল