পূর্ব শত্রুতায় পিতাপুত্রের হাতে এক যুবক খুন,আসামীরা পলাতক
রোকন বিশ্বাস(ক্রাইম রিপোর্ট)-বিশেষ প্রতিনিধিঃ পূর্ব বিরোধের জেরে পাবনা পৌর সদর উপজেলার ৯ নং ওয়ার্ড শালগাড়ীয়া তালবাগান এলাকার আবুল হোসেনের মেঝ পুত্র আবুল কাশেম(২৮) নামের এক যুবক খুন।নিহত আবুল কাশেম পাবনা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এ চাকরি করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাতে শালগাড়িয়ার তালবাগান খাদিজাতুল কুবরা জামে মসজিদের জালসায় আবুল কাশেমের সঙ্গে একই এলাকার সুলতান অরফে লাড্ডুর ছেলে সামির(১৮) মেয়েদের উত্ত্যক্ত করছিলো।এমন সময় আবুল কাশেমের চোখে পরলে তিনি মেয়েদের খারাপ কথা বলতে নিষেধ করেন।সামির আবুল কাশেমকে বলে আমি আপনার বোনকে কি খারাপ কথা বলছি যে আমাকে নিষেধ করেন?সামিরকে নিষেধ করার সত্ত্বেও আবারো নারীদের প্রকাশ্যেই উত্ত্যক্ত শুরু করে,এভাবেই চলতে থাকে নারীদের উত্ত্যক্ত করা সামিরের,এ দৃশ্য দেখে মনে হয় যেন তার নিত্যদিনের রুটিন।সামিরকে নিষেধ করার কারণে চড়াও হয়ে কিশোর গ্যাংয়ের দলবল নিয়ে আবুল কাশেমকে লাঠি দিয়ে আঘাত করে চলে যায়।এ ব্যাপারে নিহত আবুল কাশেম নিজের বাড়িতে এবং সামিরের বাড়ীতে কিছুই জানায় না শুধু বলছে আমাকে মারলি আমিও পরে দেখবো।এমন কথার উপর ভিত্তি করে ২৫ ফেব্রুয়ারি অর্...