ঝুঁকিপূর্ণ কাজিরহাট লোহার ব্রীজ - দুর্ঘটনার আশংকায় সাধারণ জনগণ
মীর শাহাদাৎ হোসাইনঃ
পাবনা জেলার আমিনপুর থানাধীন কাজিরহাটে সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম লোহার ব্রীজ। কিন্তু অনেকদিন যাবৎ ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারনে সাধারণ মানুষ সব সময় আতঙ্ক নিয়ে চলাচল করছে এই ঝুঁকিপূর্ণ লোহার ব্রীজ দিয়ে।
নির্মাণ কাজ সম্পন্ন হলে ২০১১ সালের ১৬ই সেপ্টেম্বর ব্রীজ টি উদ্ভোধন করেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এয়ারভাইস মার্শাল একে খন্দকার। উদ্ভোধনের পর থেকে রুপপুর, মাসুমদিয়া ও ঢালারচর ইউনিয়নের জনসাধারণের নদী পার হওয়ার অন্যতম মাধ্যম হয়ে ওঠে এই ব্রীজ। ব্রীজটির ধারণ ক্ষমতা সর্বোচ্চ ৫ টন হলেও সাম্প্রতিক সময়ে কাজিরহাট -ঢালারচর সড়ক নির্মাণ কাজের উপকরণবাহী গাড়ী ও মাটির ট্রাক চলাচল করায় ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রীজের অবকাঠামো। এমনকি ব্রীজের লোহার পাত ভেঙে পথচারীর পা আটকে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা যায়।
এলাকাবাসী সুত্রে জানা যায় ঝুঁকিপূর্ণ এ ব্রীজে বেশ কিছুদিন আগে লোহার পাতের ভাঙ্গা অংশে একজন ব্যক্তির পা আটকে যায় এবং এলাকাবাসীর চেষ্টায় তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক আওয়াল মোল্লার সাথে কথা বলার সময় তিনি জানান এই ঝুঁকিপূর্ণ ব্রীজটি তিনি তার নিজ খরচে মিস্ত্রি দিয়ে মেরামত করেন এবং এর পাশাপাশি তিনি ব্রীজটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামবা করেন।
এমতাবস্থায় যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। দুর্ঘটনা এড়াতে ব্রীজটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় জনসাধারণ।

Comments
Post a Comment