পাবনায় আল হেলাল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

আর কে আকাশ,পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের কালাচাঁদপাড়া আল হেলাল এবতেদায়ী মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বেলা ১২ টায় মাদ্রাসা প্রাঙ্গনে ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন এবং ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাত তারা মৎস্য প্রসেসিং কোম্পানির পরিচালক আলহাজ্ব মো. ইমদাদ হোসেন মধু, আল হেলাল জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মাসুদ লাল, পাবনা জেলা মিনি বাস মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম ওমর, থ্রি-স্টার ওয়েল মিলের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব দেলোয়ার হোসেন বাবু, বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ হোসেন লালু, দৈনিক সালাম বাংলাদেশের প্রতিনিধি ইমরান খান মানিকসহ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আশরাফ-উজ জামান মিঠু ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল করিম। মোনাজাত পরিচালনা করেন আল হেলাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আল আমিন। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিদর্শন এসে উন্নয়নের প্রতিশ্রুতি আশ্বাস

পাবনা আটঘরিয়া মতিঝিল উচ্চ বিদ্যালয়ের রাস্তার উদ্বোধন

চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল