Posts

Showing posts from April, 2024

এ্যাম্বুলেন্স ও মোটর গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মামাতভাই ফুফাতো ভাই দুজনের মৃত্যু। ফটিকছড়ি প্রতিনিধি

Image
মোঃ আলাউদ্দীন-চট্রগ্রামঃ মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮ টার দিকে চট্রগ্রামে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাটহাজারী- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নুরআলী মিয়ারহাট বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোঃ আনিসুর রহমান বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল আরোহী নিহত মিরাজ ও ফারুক ওই দু'জন নুরআলী মিয়ারহাট বাজার পাড় হতেই ফটিকছড়ি মুখী উত্তর পাশে অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে আটক করা হয়েছে বলে জানান তিনি। নিহতের আত্মীয় ইদ্রিস মিয়া জানান, ফুফাতো বোনের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। এতে মিরাজ ও ফারুক গুরুতর আহত হলে নাজিরহাট হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আরেফিন আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় মিরাজ ও ফারুক নামে দুই যুবককে আহত অবস্থায় হাসপাতালে ন...

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি ব্যস্ত হয়ে পড়েছে কাশীনাথপুর এর টেলারচের দোকানদাররা

Image
মোঃ হাসান মিয়া,স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলার বেড়া উপজেলার কাশীনাথপুরে ঈদকে সামনে রেখে কাপড় সেলাইয়ে ব্যস্ত সময় পার করছে দর্জিরা। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, আর মাত্র কয়েক দিন বাকি ঈদে নতুন পোশাক হবেনা তা কি করে হয়। নিজস্ব ডিজাইন ও পছন্দের কাপড়ে তৈরি পোশাক পড়তে পছন্দ করেন অনেকে। তাই ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে দর্জির দোকানে। ঈদের আগেই ক্রেতাদের হাতে পোশাক তুলে দিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কেউ ব্যস্ত ক্রেতাদের কাছ থেকে কাপড় বুঝে নিয়ে পোশাকের মাপ ও ডিজাইন জানতে। পাশেই কেউ আবার ব্যস্ত ডিজাইন অনুযায়ী কাপড় কাটায়। রমজান মাসের শুরু হতেই কাশিনাথপুরের দর্জির দোকানগুলোতে অলস সময় কাটানোর ফুসরত নেই। এসব দোকানে ব্যস্ততা দেখে বোঝা যায় বাজারে তৈরি পোশাকের দোকান বাড়লেও কমেনি দর্জির কদর। ক্রেতারাও বলছেন পছন্দমত কাপড় কিনে মাপসই পোশাক বানাতেই এসব কারিগরের দ্বারস্থ হওয়া। ক্রেতা মঞ্জু জানান, পোশাকের ফিটিংয়ের জন্য এখানে আসা হয়। আমি রেডিমেড পোশাক ক্রয় করলেও আমাকে ফিটিংয়ের জন্য দর্জির কাছে আসা লাগে। যেকোনো ডিজাইন দিলে সেই অনুযায়ী দিতে পারে। এই জন্য আমি সেলাই করা জামা বেশি পড়ি। রেড...