Posts

পাবনা আটঘরিয়া মতিঝিল উচ্চ বিদ্যালয়ের রাস্তার উদ্বোধন

Image
পাবনা সংবাদদাতাঃ পাবনা জেলার আটঘরিয়া উপজেলার মতিঝিল বাজার হতে মতিঝিল উচ্চ বিদ্যালয় অভিমুখী রাস্তার আরসিসি ঢালায়ের ও মতিঝিল উচ্চ বিদ্যালয়ের আর এফ (জিপিএস) ডিজিটাল হাজিরা কার্ডের শুভ উদ্বোধন। শনিবার (২২- নভেম্বর) সকালে দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রতন মোল্লা মতিঝিল উচ্চ বিদ্যালয়ের রাস্তার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন, মতিঝিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুদ্দীন মোল্লার সন্তান ইব্রাহিম মোল্লা, আনিসুর রহমান, আনজু মোল্লা, প্রতিষ্ঠাতা মরহুম শামসুল হক মোল্লার সন্তান ডাঃ সমসের মোল্লা, রবিউল ইসলাম, ইউপি সদস্য রেবেকা সুলতানা, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, উপজেলা পোস্ট মাষ্টার আব্দুল জব্বার, উপজেলা শাকতৃক পোস্টাল মাষ্টার ইয়াছিন আলী বিশ্বাস, পাটেশ্বর প্রাইমারি স্কুলের শিক্ষক আবুল কাশেম, ৮ নং ওয়াডের সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম । দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রতন মোল্লা বলেন, আটঘরিয়া উপজেলায় এই প্রথম কোন স্কুল কতৃপক্ষ এমন উদ্যোগ গ্রহণ করেছ...

চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল

Image
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর)ঃ আসনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন চাটমোহর উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার (২১-নভেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট এলাকায় এসে শেষ হয়। উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ ইসলাম হীরার নেতৃত্বে মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে চাটমোহর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের একাংশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিদর্শন এসে উন্নয়নের প্রতিশ্রুতি আশ্বাস

Image
ফাতেমা আক্তার মাহমুদা ইভা-স্টাফ রিপোর্টার ঢাকাঃ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ আইন কলেজ পরিদর্শন করেছেন ১২ ফেব্রুয়ারি বুধবার৷ ২০২৫ সালে বিকেলে শহরের মিশনপাড়ায় অবস্থিত কলেজটি পরিদর্শন করেন তিনি। এসময় দেশের প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিস্থিতি দেখে তিনি কলেজ উন্নয়নের আশ্বাস দেন। এর আগে প্রথম পর্বে সকাল ১২ টায় কলেজ প্রিন্সিপাল সাক্ষয়াৎ হোসেন ভূঁইয়া ও অধ্যক্ষদের সঙ্গে ছাত্রছাত্রীরা কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের দুরাবস্থার কথা উল্লেখ করেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম আহবায়ক কমিটি সভাপতি খন্দকার মো: সাদ্দাম হোসেন ,, সদস্য সচিব ফজলে রাব্বি মহিউদ্দিন, যুগ্ম ্সদস্য শাহিন। শিক্ষার্থীরা কলেজের উন্নয়নে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এসময় শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কলেজ পরিদর্শনের জন্য অনুরোধ জানান। জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের মধ্যে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের প্রধান সদস্য এবং নারায়ণগঞ্জ আইন কলেজের ২০২১ ব্যাচ ...

পাবনার বেড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উপলক্ষে বর্ণ্যাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Image
সরকার আরিফ ইখতেখার  : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জনে এবং সুষ্ঠু স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সরকার দেশব্যাপী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এই অভীষ্ট অর্জনে সুষ্ঠু স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে’। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ১৫ অক্টোবর অনুষ্ঠেয় ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪’ উপলক্ষ্যে দেওয়া বাণীতে একথা বলেন। এই ধারাবিকত ১৫ ই অক্টোবর আজ ১৫ অক্টোবর মঙ্গলবার বেড়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বেড়া, পাবনা এর যৌথ উদ্যোগে ‘বিশ্ব হাতধোয়া দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভার আযোজন করে। এবারের প্রতিপাদ্য বিষয়- ” Why are clean hands still important (“স্বাস্থ্য সুরক্ষা...

পাবনা মাদক ও সন্ত্রাসবিরোধীর প্রতিবাদে যুব সমাজের এক বিশাল মোটরসাইকেল রেলি

Image
ডেক্স নিউজঃ আমার সোনার বাংলায় সন্ত্রাস বাদের ঠাই নাই,সন্ত্রাসবাদের দিন শেষ তারুণ্যের বাংলাদেশ,যে বন্ধু মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারে না, মাদক সন্ত্রাস না বলুন, সোনার বাংলাদেশ গড়ুন, হাজার প্রতিপাদ্য নিয়ে শুক্রবার বিকেলে ৬ই সেপ্টেম্বর পাবনা সদর উপজেলা ভাঁড়ারা ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী,সন্ত্রাস বিরোধীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পাবনা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ্দুনবী স্বপনের নির্দেশনায় রকিবুন্নবী সুজনের পৃষ্ঠপোষকতায় ও এহসান-উল-বাশার বাবনের নেতৃত্বে সন্ত্রাস ও মাদকমুক্ত গড়তে ভাঁড়ারা ইউনিয়নে সাধারণ জনগনকে উদবুদ্ধ করার লক্ষে শতাধিকের বেশি মোটরসাইকেল রেলি বের করেন। র‍্যালিটি শ্রীপুর বাজার হতে শুরু করে ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রদক্ষিণ শেষে শ্রীপুর কলেজ মাঠে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ভাঁড়ারা ইউনিয়নের যুব সমাজের নেতা ইহসান-উল-বাশার বাবন,জাহাঙ্গীর আলম,কামরুল হাসান সুমন,আহসান হাবীব আকাশ,শরিফুল ইসলাম,ইকবাল হোসেন,আশিকুর রহমান টোটন,মিলন মাহমুদ,রাশিদুল ইসলাম,আব্দুল মমিন,মানিক হোসেন,মোহসিন মোল্লা,ফরিদ হোসাইন,আ...

পাবনা-ঢাকা মহাসড়কে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিল, পুলিশের সহযোগিতা

Image
মোঃ হাসান মিয়া,,স্টাফ রিপোর্টারঃ কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুক্রবার (২ আগস্ট) বাদ জুমা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় ছাত্র-জনতা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’; ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘স্বৈরাচারির গতিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি শ্লোগান দেন। শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে শান্তিপুর্ণভাবে অবস্থান নেয় পুলিশ, বিজিবি, ডিবি, র‍‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় পুলিশের সাজোয়া যানও মোতায়েন করতে দেখা গেছে। কিন্তু শিক্ষার্থীদের প্রথমে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। শিক্ষার্থীরা শান্তিপুর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দিলে এতে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব...

সিরাজগঞ্জে ডিবিপুলিশ কর্তৃক  হেরোইন সহ এক মাদক কারবারি  আটক 

Image
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত কড্ডামোড়  সদানন্দপুর মিয়াবাড়ী মার্কেটের সামনে  হতে  একশত পঞ্চাশ গ্রাম হেরোইনসহ মাদককারবারি আটক করেছে ডিবি পুলিশ।   বৃহস্পতিবার ৪ জুলাই-(২০২৪) সকাল ১১টা ১০ মিনিটের দিকে  সদানন্দপুর  মিয়াবাড়ী মার্কেটের সামনে কড্ডার মোড় হতে সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর আসামী মোঃ সাইদুর রহমান(৪৬), পিতা-মোহাম্মদ আলী, মাতা-মোসাঃ কহিনুর বেগম, সাং-চক বড়াইগ্রাম, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর এর হেফাজত হতে সর্বমোট ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।