Posts

Showing posts from July, 2024

সিরাজগঞ্জে ডিবিপুলিশ কর্তৃক  হেরোইন সহ এক মাদক কারবারি  আটক 

Image
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত কড্ডামোড়  সদানন্দপুর মিয়াবাড়ী মার্কেটের সামনে  হতে  একশত পঞ্চাশ গ্রাম হেরোইনসহ মাদককারবারি আটক করেছে ডিবি পুলিশ।   বৃহস্পতিবার ৪ জুলাই-(২০২৪) সকাল ১১টা ১০ মিনিটের দিকে  সদানন্দপুর  মিয়াবাড়ী মার্কেটের সামনে কড্ডার মোড় হতে সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর আসামী মোঃ সাইদুর রহমান(৪৬), পিতা-মোহাম্মদ আলী, মাতা-মোসাঃ কহিনুর বেগম, সাং-চক বড়াইগ্রাম, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর এর হেফাজত হতে সর্বমোট ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সিরাজগঞ্জ জেলাপুলিশের মাসিককিট প্যারেড অনুষ্ঠিত

Image
আজিজুর রহমান মুন্না-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলাপুলিশের মাসিককিট প্যারেড অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ জুলাই) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স শহীদ বীরমুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার  পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণপূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।  এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।